পিবিএ, স্পোর্টস ডেস্ক: টস হেরে সাকিবের দলকে বোলিং করতে আমন্ত্রণ করলে, নিধারিত ২০ ওভারে ১৩৫ রানের টার্গেট ত্রিনবাগো নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে চার্লসের দারুণ ইনিংসে ৭ উইকেটে জয় পাই সাকিবের বার্বাডোস।
বোলিংয়ে দুর্দান্ত বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪ ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়ে দলের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। এই দিন ব্যাটিংয়ে বড় রান না করতে পারলেও ১৪ বলে ১৩ রান করেন। বার্বাডোসের হয়ে জনসন চার্লস ছিলেন দূরন্ত, ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করে জয়ের অবদান রাখেন।
উল্লেখ্য যে এর আগেই প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবের দল। এটি ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
ত্রিনবাগো নাইট রাইডার্স:১৩৪/৮(২০)
সিমন্স ৬০, মুনরো ২৩
সাকিব ২৫/২, হ্যারি গুরনি ১৪/২
বার্বাডোস ট্রাইডেন্টস :১৩৫/৩(১৯.৪)
চার্লস ৫৬, হেলস ৩৩
মার্ক ডিয়াল ১৭/১, নীশাম ২৬/১
ফলাফল: বার্বাডোস ট্রাইডেন্টস ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: হ্যারি গুরনি(১৪/২)