টানা বন্যা ও ভুমিধসে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৬০: নিখোঁজ ৩৩

পিবিএ ডেস্ক: টানা বর্ষণে নেপালে বন্যা ও ভুমিধসের ঘটনা ঘটেছে। রোববার পর্যন্ত দেশটিতে ৬০ জন মারা গেছে এবং ৩৩জন নিখোঁজের খবর জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়াও গৃহহীন হয়েছে শতাধিক মানুষ । ভারি বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮ জেলা এবং ১০ হাজার বাড়িঘর ভেঙে পড়েছে। দেশটির প্রধান মহাসড়কগুলো যোগাযোগ বিঘ্নিত ও বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইয়ন, ডিডি নিউজ

নেপাল পুলিশ ও সামরিক বাহিনী ১৪শ’ নাগরিককে উদ্ধার করে এবং সারা দেশে ক্ষতিগ্রস্তদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাতে ২৮ হাজার পুলিশ নিযুক্ত করা হয়েছে। কাঠমান্ডু উপত্যকায় প্রায় ৮ হাজার ৮৫৬ জন স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হয়েছে বলে পুলিশ রোববার হিমালয় টাইমসকে জানায়।

নেপালের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত আরো দুই থেকে তিন দিন স্থায়ী হবে। দ্য মেট্রোলজিক্যাল ফোরকাস্টিং ডিভিশন (এমএফডি) নেপালের পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলেছে। স্থানীয় গণমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’ জানায়, তিন বছর ধরে নেপালে ব্যাপক বৃষ্টি হচ্ছে, তবে এবারের বৃষ্টিপাতর পরিমান আগের চেয়ে অনকে বেশি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...