টানা বর্ষণ ও উজান থেকে আসা পানিতে ফসলের মাঠ, নদী, নালা,খাল ও বিল ভরে গেছে। আর এমনি গ্রাম অঞ্চলে ফসলের মাঠে জমে থাকা হাঁটু পানিতে নেমে দেশী ছোট মাছ ধরতে ব্যস্ত ভাই-বোন। ছবিটি শনিবার সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি গ্রাম থেকে তোলা। শনিবার, ২০ জুলাই। ছবি: পিবিএ