টানা বর্ষণ ও উজান থেকে আসা পানিতে নদী, নালা,খাল ও বিল কানায় কানায় ভরে গেছে। এমনি নালায় জমে থাকা হাঁটু পানিতে নেমে ধিয়াল দিয়ে পুঁটি, গোছয়, শিং,ট্যাকি মাছ ধরার দৃশ্য দেখা যায় গ্রাম অঞ্চলে। আবার কেউ কেউ পারিবারিক আর্থিক সংকট থাকায় এই মাছ বিক্রয় করে জীবিকা নির্বাহ করে থাকে। ছবিটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি গ্রাম থেকে তোলা। বুধবার, ১৭ জুলাই। ছবি: পিবিএ/আব্দুল্লাহ আল মারুফ

All-focus

আরও পড়ুন...