পিবিএ,হিলি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের ফলে হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, বন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে আজ সকাল ১১টা থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় চাহিদার তুলনায় অপ্রতুল সেড না থাকায় বন্দরের ভেতরে আমদানিকৃত পণ্য খালাস ব্যাহত হচ্ছে।
তিনি আরো জানান,বন্দরের যে কয়েকটি ছাউনিযুক্ত শেড রয়েছে সেগুলোতে পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো থেকে পণ্য খালাস করা হচ্ছে। যার কারণে খৈল, ভূষিসহ অন্যান্য পণ্যবোঝাই ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে আমদানিকারকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
পিবিএ/সোহেল রানা/এসডি