টানা ৩০ ঘন্টা অস্ত্রোপচারের পর দুই বোন আলাদা

পিবিএ,ডেস্ক: দুই বোনের জোড়া লাগা মাথা আলাদা করতে টানা ৩০ ঘণ্টার অস্ত্রোপচারের পর রাবেয়া-রুকাইয়াকে আলাদা করেছেন হাঙ্গেরির চিকিৎসকেরা। শুক্রবার (২ জুলাই) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল আছে। তবে এখনো তারা পর্যবেক্ষণে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে গত জানুয়ারিতে প্রাথমিক অস্ত্রোপচারের জন্য পাবনার দুই বোন রাবেয়া-রুকাইয়াকে হাঙ্গেরিতে পাঠানো হয়। সেখানে একবার অপারেশন করা হয়। ওই অপারেশনের মাধ্যমে তাদের মাথায় বিশেষ এক্সপান্ডার স্থাপন করা হয়।

২০০২ সালে প্রতিষ্ঠিত হয় হাঙ্গেরির দাতব্য সংস্থা দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের (এডিপিএফ)। বিশ্বজুড়ে দরিদ্রদের সেবা দিয়ে থাকে তারা।

সংস্থাটির নিউরোসার্জন আন্দ্রেস কসোকে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চূড়ান্তভাবে আলাদা হওয়ার পর তারা স্থিতিশীল পর্যায়ে আছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।’ অস্ত্রোপচারের আগে চিকিৎসকেরা বলেছিলেন, দুই বোনের বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...