টিকা দিয়ে লাল রঙে চিহ্নিত করা হচ্ছে রাজধানীর সব কুকুর

পিবিএ,ঢাকা: জলাতঙ্ক রোগ প্রতিরোধে রাজধানীতে চলছে সব কুকুরকে টিকাদান ও লাল রং দিয়ে চিহ্নিত করার কার্যক্রম। টিকা দেয়া কুকুর কাউকে কামড়ালে জলাতঙ্ক রোগ হবে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাস্তার কুকুর নির্মূল না করে মানুষকে নিরাপদ করাই এই কার্যক্রমের উদ্দেশ্য।

রাজধানীতে এখন প্রায়ই দেখা যাচ্ছে লাল রঙের কুকুর। কারণ খুঁজে জানা গেলো, কুকুরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়ার পর চিহ্নিত করাই রং দেয়ার কারণ।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চলছে জলাতঙ্ক নিরোধ এই কর্মসূচি।

দেশের সব সিটি কর্পোরেশনে কুকুরকে ভ্যাকসিন কার্যক্রমে ইতিবাচক সাড়া দিয়েছে এলাকাবাসী।

কার্যক্রমটি সঠিকভাবে বাস্তবায়নে কাজ করছেন জনপ্রতিনিধিরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগে কুকুর নিধনের মতো অমানবিক ব্যবস্থা চালু থাকলেও এখন কুকুরকে ভ্যাকসিন দেওয়াই তাদের অগ্রাধিকার।

১৪মে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...