টিভিতে এবার নিয়মিত গোয়েন্দা কাহিনী

sarlok-homles-PBA

পিবিএ,ডেস্ক: বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস। বইয়ের পাতা থেকে চলে আসে পর্দায়। এবার এই চরিত্রটি আসছে বাংলাদেশের টেলিভিশনে। দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্তটিভিতে। শার্লক হোমস একজন প্রাইভেট ডিটেক্টিভ, যিনি তার কাছে আসা কেসসমূহের পর্যবেক্ষণ ও সেগুলোর তত্ত্ব-উপাত্তের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে চমৎকারভাবে সেই ঘটনাগুলোর সমাধান করেন। এবং এই কাজটি তার কাছে নেশার মতো।

মামলাগুলোর নিষ্পত্তিকরণের সময় তাকে বিভিন্ন ধরণের কঠিনসব পরিস্থিতির সম্মুখীন হতে হয়। শত বাধাবিপত্তি সত্ত্বেও তিনি তার চমৎকর বুদ্ধিমত্তার মাধ্যমে ঘটনাসমূহের সমাধান বের করে ফেলেন। আর এভাবেই তিনি তাঁর অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে একের পর এক মামলার নিষ্পত্তি করেন।

ওয়াটসন শার্লক হোমস এর বন্ধু, সহকারী এবং এক সময়ের ফ্ল্যাটমেট ছিলেন। ওয়াটসন নিতান্তই একজন ভদ্রলোক ও অত্যন্ত বিচক্ষণ। তবুও তিনি মাঝে মাঝে শার্লক হোমস এর গোয়েন্দার কাজের ধরণ বুঝে উঠতে পারেন না। প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৮টা ৪৫মিনিটে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...