টিসিবির জন্য ২০০ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেড করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২০০ কোটি ২০ লাখ টাকার সয়াবিন তেন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই টাকা ব্যয়ে পাওয়া যাবে এক কোটি ১০ লাখ লিটার তেল। সে হিসেবে প্রতি লিটার সয়াবিন তেল সরকার ১৮২ টাকা দরে কিনছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার বিষয় চূড়ান্ত হয়। সেখানে খরচ হয় ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা। অর্থাৎ প্রতি লিটারের দাম পড়েছিল ১৮৪ টাকা ৫০ পয়সা। সে হিসেবে এবার লিটার প্রতি আড়াই টাকা কমে সয়াবিন তেল কিনছে সরকার।

তবে ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। সেক্ষেত্রে ক্রেতাকে লিটার প্রতি গুনতে হচ্ছে ১১০ টাকা। অর্থাৎ লিটার প্রতি সরকারের ভর্তুকি ৭২ টাকা।

মন্ত্রিসভায় ক্রয় অনুমোদন পাওয়া এক কোটি ১০ লাখ লিটার তেলে সরকারকে ভর্তুকি দিতে হবে ৭৯ কোটি ২০ লাখ টাকা।

আরও পড়ুন...