পিবিএ,ঢাকা: টি-টেন লিগে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি ‘বাংলা টাইগার্সের’ প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ফ্র্যাঞ্চাইজিটির একটি বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত করেছে।
বর্তমান সময়ে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টেন ক্রিকেট লীগে এবার অংশগ্রহণকারী দেশের ফ্র্যাঞ্চাইজিদের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। এবারের তৃতীয় আসরে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল হিসেবে অংশ নিবে ‘বাংলা টাইগার্স’।
গত ১৯ সেপ্টেম্বর আবু ধাবিতে আবুধাবি ক্রিকেট বোর্ডের সিইও ম্যাথিও বাউচারের উপস্হিতিতে বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী মো. ইয়াছিন চৌধুরী ও সিরাজুদ্দীন মো. আলমগীর এবং ইসিবি সদস্য সাজিউল মুলক চুক্তিতে সই করেন। টি-টেন লীগে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দ প্রকাশ করেন এ দুজন।
প্রথমবারের মতো অংশ নেওয়া বাংলাদেশী এই ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে আফতাব আহমেদ কে। কোচ হিসেবে আফতাব আহমেদের ক্যারিয়ার বেশ জাঁকজমকপূর্ণ। বিগত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে আফতাব আহমেদের কোচিং নৈপূন্যে লিজেন্ড অব রুপগঞ্জক খেলেছিল ফাইনালে। তার ফলস্বরূপই কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এছাড়াও ঢাকার প্রিমিয়ার লীগের তার টিমের ভালো ফলাফলের উপহার স্বরুপ চট্টগ্রামের বিভাগীয় ক্রিকেট দলের দায়িত্ব প্রদান করা হয় ১৬ আর্ন্তজাতিক টেস্ট, ৮৫ ওডিআই, ১১ টি-টুয়েন্টি, ৬১ প্রথম শ্রেনীর ম্যাচ খেলার অভিজ্ঞ সাবেক জাতীয় ক্রিকেটার আফতাব আহমেদকে।
উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টেন ক্রিকেট লীগের তৃতীয় আসর। ২৪ নভেম্বর হবে খেলার ফাইনাল আসর। সর্বমোট ২৯টি ম্যাচে ক্রিকেট বিশ্বের তারকাদের নিয়ে শীর্ষ দেশগুলো অংশ নেবে। এখনো সূচি প্রকাশ করা হয়নি।
পিবিএ/ইকে