পিবিএ ডেস্ক: ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত হয়েছে৷ র্যাংকিংয়ের সেরা দশ দলের সাথে বিশ্বকাপ বাছাই থেকে লড়াই করে টিকেট নিশ্চিত করেছে বাকি ৬ দল।
আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডেই দুই গ্রুপের শীর্ষ দুই দল পাপুয়া নিউগিনি (পিএনজি) ও আয়ারল্যান্ড নিশ্চিত করেছিল নিজেদের বিশ্বকাপ টিকিট। এখন চলছে এ টুর্নামেন্টের প্লে-অফ পর্ব। সেখানে দুই গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকায় বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম(বাংলাদেশ) ও দশম(শ্রীলঙ্কা) দলের সঙ্গে দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলতে হবে পাপুয়া নিউগিনি (পিএনজি), আয়ারল্যান্ডস, নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমানের। এরপর সেই দুই গ্রুপের শীর্ষ দুই দল এবং র্যাংকিংয়ের শীর্ষ ৮ দলকে নিয়ে বিশ্বকাপের সুপার-১২ পর্ব।
বাছাইপর্ব খেলে আসা ৬ দল: পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।
র্যাংকিংয়ের শীর্ষ ১০ দল:
পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
পিবিএ/ইকে