পিবিএ ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যার ফলে শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। তবে শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারলো না বাংলাদেশ মহিলা ‘এ’ দল। ভারত মহিলা ‘এ’ দলের বিপক্ষে ৩০ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংযে নামে ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান তুলে তারা। ভারতের হয়ে ২৮ রানে অপরাজিত ছিলেন তেজাল হাসাবনিস। ১৯ রান এসেছে দেভিকার ব্যাট থেকে। ১৮ রান করেছেন ভাটিয়া।
বাংলাদেশের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন খাদিজাতুল কুবরা। মুমতা হেনা হাসনাত ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেটে। ১১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় ৯ উইকেটে ৮১ রানে থেমে যায় বাংলাদেশের মেয়েদের ইনিংস।
ফলাফল: ৩০ রানে জয়ী ভারত মহিলা ‘এ’ দল
পিবিএ/ইকে