টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে সাকিবের উন্নতি

পিবিএ,ঢাকা: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিবের। প্রথম তিন ম্যাচে বড় রান না পেলেও ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। এর ফলে ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৩২ নম্বরে।

অন্যদিকে বোলিংয়ে সেরা দশের মধ্যে থাকলেও এক ধাপ নেমে তার অবস্থান এখন আটে। ত্রিদেশীয় সিরিজ শেষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় চমকটি দেখিয়েছেন আফগান বোলার মুজিব উর রহমান। শীর্ষে থাকা রশিদ খানের সঙ্গে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সে এক লাফে ২৯ ধাপ এগিয়ে মুজিব এখন নয়ে।

সাকিব প্রথম তিন ম্যাচে বড় রান না পেলেও ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ৭০ রান করে দলকে জিতিয়েছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সে ৫ ধাপ এগিয়ে এসেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

বল হাতে সাকিব চার ম্যাচে নিয়েছেন চার উইকেট। তাতেও হয়েছে অবনমন। তবে আলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আগের দ্বিতীয় অবস্থানেই রয়েছেন তিনি। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান আছেন র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বরে। তৃতীয় সেরা মাহমুদউল্লাহ দুই ধাপ পিছিয়ে নেমেছেন ৫৬ নম্বরে।

দলীয় র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই আছে দশ নম্বরে। তবে নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান আরও কমানো গেছে ত্রিদেশীয় সিরিজে। ২২০ রেটিং পয়েন্ট নিয়ে শুরু করে বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছে ২২৩ রেটিং পয়েন্টে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের নামের পাশে রয়েছে ২২৪ রেটিং পয়েন্ট।

পিবিএ/ইকে

আরও পড়ুন...