গোলাপি হলো যৌনতার প্রতীক: টেইলর সুইফট

পিবিএ ডেস্ক: পপতারকা টেইলর সুইফট বরাবরই তার গানে ব্যক্তিগত অনুভূতিকে সাবলীলভাবে প্রকাশ করে থাকেন। তার জনপ্রিয়তার এটাই মূল রহস্য। বিশেষ করে উঠতি বয়সী তরুণ-তরুণীদের কাছে তিনি এ কারণেই অধিক জনপ্রিয়।

এবার নিজেকে নতুন পরিচয়ে চেনালেন। সমকামীদের বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়ালেন সুইফট। সদ্য প্রকাশিত ‘ইউ নিড টু কাম ডাউন’ গানে সমকামীদের সমানাধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সোচ্চার হয়েছেন তিনি। সুইফটের এই মিউজিক ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত গোলাপি রঙে বর্ণিল হয়ে আছে। রংধনুর নকশায় সজ্জিত পোশাক ও পতাকা দেখা গেছে গানের দৃশ্যে। এই রংধনু হলো সমকামী তথা এলজিবিটি আন্দোলনের প্রতীক। আর গোলাপি হলো যৌনতার প্রতীক। গানের দৃশ্যায়নেও রয়েছে সমকামীদের প্রতি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। সমাজসচেতন এই শিল্পী তার সিনেটর ল্যামার আলেক্সান্ডারের প্রতি একটি উন্মুক্ত চিঠি লিখেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রে লিঙ্গবৈষম্য দূর করে সামাজিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘সমতা আইন’ সমর্থন করতে অনুরোধ করেছেন। টুইটার ও ইন্সটাগ্রামে টেইলর সুইফটের অনুসারীর সংখ্যা ২০ কোটিরও বেশি। তিনি সেখানে রংধনুর বর্ণিল পোশাকে নিজের ছবি প্রকাশ করেছেন। সেই সঙ্গে মার্কিন ‘সমতা আইন’ সমর্থনের জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন। গানটির ভিডিওর শেষেও একটি বার্তায় তিনি একই আহ্বান জানিয়েছেন। গত ১৭ জুন গানটি ইউটিউবে প্রকাশের পর প্রথম সপ্তাহেই ভিউ ৫০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ৩০তম জন্মদিনের আগেই টেইলর সুইফটের গান বিশ্বের সর্বোচ্চ বিক্রির অন্যতম রেকর্ড গড়ে ফেলেছে। এই দৌড়ে তিনি পপসংগীতশিল্পী বিয়ন্সে, লেডি গাগা ও অ্যাডেলেকেও টপকে গেছেন

পিবিএ/হক

আরও পড়ুন...