টেকনাফে পুলিশ-বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পিবিএ, কক্সবাজার: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশ-বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজ মিয়া নামের এক মাদক কারবারী নিহত হয়েছেন। এসময় ৫০ হাজার পিস ইয়াবা ও ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত সিরাজ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার ফজল আহমদের ছেলে। বুধবার (১৫ মে) রাত পৌণে ১০টার দিকে সাবরাং বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার পিবিএ কে জানান, বুধবার রাতে পুলিশ ও বিজিবির যৌথ টহল দল বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে ইয়াবা ব্যবসায়ীরা তাদের অবস্থান টের পেয়ে গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় পুলিশ-বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবাসহ সিরাজের মরদেহ পাওয়া যায়।
নিহত সিরাজের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।
পিবিএ/টিএ/জেডআই

আরও পড়ুন...