সাইফুদ্দীন আল মোবারক,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে বিজিবি।জানা যায়,৩১জুলাই মেজর (অব) সিনহা পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী যখন ব্যস্ত হয়ে পড়ে, এই সুযোগে মাদক কারবারীরা অাবারো অনেক সক্রিয় হয়ে উঠেছে।এত যারা আআত্মগোপনে ছিল,তারাও প্রকাশ্যে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। কিছুতেই যেন বন্ধ হচ্ছে না ইয়াবা পাচার।
সূত্রে আরো জানা যায়,,২৩ অাগষ্ট রাত ৯টারদিকে হোয়াইক্যং বিজিবি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে আসলে তল্লাশী চালানো হয়। একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ এবং পুনরায় তল্লাশী করলে সিএনজি চালকের সীটের নীচে অভিনব কায়দায় লুকানো ২০হাজার পিস ইয়াবাসহ উত্তর লেদা লামনী পাড়ার রহমত আলীর পুত্র মোঃ রিদুওয়ান (২০) এবং পশ্চিম লেদার আব্দুস সালামের পুত্র মোঃ রবি আলম (২৭) কে আটক করে।
এসময় মাদক পাচারে ব্যবহৃত সিএনজি ও মুঠোফোন জব্দ করেন বিজিবি সদস্যরা।
এই ব্যাপারে জব্দকৃত ইয়াবা, সিএনজি ও মুঠোফোনসহ অাটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেছেন।
পিবিএ/এসডি