টেকনাফে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পিবিএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সলিম উল্লাাহ (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাবের ২ সদস্য। বুধবার দিবাগত রাতে উপজেলার বাহারছড়া ইউপির উত্তর শীলখালি মেরিন ড্রাইভ রোডের পাশে ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সলিম টেকনাফ সদর ইউপির ইসলামাবাদ নতুন পল্লান পাড়ার নজির আহম্মদের পুত্র।র‌্যাব ১৫ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লেঃ মির্জা সাহেদ মাহতাব বলেন: গত ২৭ এপ্রিল নিহত সলিমের ইসলামাবাদ নতুন পল্লান পাড়ার বাড়িতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে সলিমের স্ত্রী সাবেকুননাহার কে ২ লাখ ইয়াবা সহ আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যায় সলিম। এর পর টেকনাফ থানায় একটি মামলাও হয়।
‘‘সেই মামলার পলাতক আসামি সলিম একটি ইয়াবার চালান নিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব ১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল ঐ এলাকায় ইয়াবা উদ্ধার অভিযানে গেলে র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়ে মাদক ব্যবসারীরা। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। এসময় র‌্যাবের ২ সদস্য আহত হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২টি এলজি, ১০ হাজার পিস ইয়াবা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় সলিম উল্লাহকে উদ্ধার করা হয়। এরপর তাকে টেকনাফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

পিবিএ/বাখ

আরও পড়ুন...