টেস্টি স্যালাইন খেয়ে প্রশিক্ষকসহ ৫ জন শিক্ষার্থী অসুস্থ

পিবিএ,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে টেস্টি স্যালাইন খেয়ে এক প্রশিক্ষকসহ ৫জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। অসুস্থ ৫জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ্যরা হলেন বারাদি বাজারের কোরিয়ান ল্যাংগুয়েজ (ভাষা) সেন্টারের প্রশিক্ষক ও মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের বাসিন্দা রুহুল আমীন (৪০),সেন্টারের শিক্ষার্থী মিরাজুল ইসলাম (২২),সিহাব সুমন (২৩),লিখন রাজ (২৩) ও শেখ ওয়াজ কুরুনী (২২)। অসুস্থ

বুধবার রাত পৌনে ১১টার দিকে বারাদি বাজারের কোরিয়ান ল্যাংগুয়েজ (ভাষা) সেন্টারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা পিবিএকে জানান, প্রচন্ড গরম থেকে স্বস্তি পেতে রাতে বারাদি কোরিয়ার ভাষা শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও ছাত্ররা ইউলিভার্সাল কোম্পানীর টেস্টি স্যালাইন খায়। খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। এ সময় সেন্টারের অন্যান্য কয়েকজন ছাত্র তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, স্যালাইনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এমনটি হয়েছে।

পিবিএ/এসএস/আরআই

আরও পড়ুন...