টেস্টের ক্যরিয়ার শুরু হতে না হতেই অবসরের গুঞ্জন

পিবিএ স্পোর্টস ডেস্ক: আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট চলার সময়ই এই ঘোষণা দিলেন তিনি।

বৃহস্পতিবার চট্টগামে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এই ম্যাচটিই মোহাম্মদ নবীর বিদায়ী টেস্ট। এমনটাই জানিয়েছেন, আফগানিস্তানের টিম ম্যানেজার নাজিম আবুররাহিমজাই।

তবে নবীর অবসরের সিদ্ধান্ত নেওয়ার কারণ এখনও জানা যায়নি। যদিও বিভিন্ন সূত্রে জানা গেছে, মূলত সাদা বলের ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্যই এই সিদ্ধান্ত। তাছাড়া টি-টোয়েন্টিতে তার অবস্থানও বেশ ভালো। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে তার ভালোই কদর আছে। আর জাতীয় দলের হয়েও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফগান দলের পরিকল্পনায়ও আছেন তিনি।

পিবিএ/মোফা

আরও পড়ুন...