পিবিএ,ডেস্ক: আইসিসি টেস্ট ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া। তবে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ শুক্রবার আইসিসি নতুন এই র্যাংকিং তালিকা প্রকাশ করে।
করোনা ভাইরাসের থাবা, একের পর এক ইন্দ্রপতনের পর কার্যত চার বছর পর টেস্টের শীর্ষ তালিকায় ধস। সময়টা সত্যিই ভালো যাচ্ছে না ভারতের। আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার তৃতীয় স্থানে নেমে এলো বিরাট কোহলির দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের ধাক্কা হাড়ে হাড়ে টের পেল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটে আরও একবার আধিপত্য কায়েম করল অস্ট্রেলিয়া।
২০১৬ সালের অক্টোবর থেকে আইসিসি-র টেস্টর্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছিল ভারত। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে এবং দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে নিজেদের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করে সেই শিরোপা সগৌরবে ধরে রেখেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু গোল বাঁধল ২০২০-তে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুটি টেস্ট ম্যাচে গো-হারা হারে ভারত। কার্যত সেই কারণেই আইসিসি-র টেস্টের শীর্ষ স্থান হারায় টিম ইন্ডিয়া। ১১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন বিরাট কোহলিরা। এদিকে, ৫৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নবম স্থানেই।
শীর্ষে থাকা অস্ট্রেলিয়া দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হোয়াইটওয়াশ করার সুফল পেল। প্রায় চার বছর পর আইসিসি-র র্যাংকিংয়ে শীর্ষ স্থান ফিরে পেল টিম পেইনের দল। তাদের ঝুলিতে রয়েছে ১১৬ পয়েন্ট। অন্যদিকে ঘরের মাঠে ভারতকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার সৌজন্যে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১১৫।
ওয়ানডেতে র্যাংকিংয়ে বিশ্বজয়ী ইংল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে। ইয়ন মরর্গানদের ১২৭ পয়েন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ হেরেও দ্বিতীয় স্থান ধরে রাখল ভারত। কোহলির দলের পয়েন্ট ১১৯। ১১৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। আর ওয়ানডেতে ৮৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সপ্তমেই।
২০১৮-র জানুয়ারির পর আইসিসি-র টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পয়লা নম্বর স্থান হারাল পাকিস্তান। একই সঙ্গে ইতিহাসে প্রথমবার তালিকার শীর্ষ স্থান দখল করল অস্ট্রেলিয়া। ২৭৮ পয়েন্ট রয়েছে অ্যারন ফিঞ্চদের ঝুলিতে। ২৬৮ ও ২৬৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড ও ভারত। এক ধাক্কায় তালিকার চতুর্থ স্থানে নেমে আসা পাকিস্তানের পয়েন্ট ২৬০। ২২৯ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অষ্টম স্থানে আছে বাংলাদেশ ক্রিকেট দল।
পিবিএ/এএম