টেস্ট খেলতে চট্টগ্রামের পৌঁছেছে আফগানিস্তান দল

পিবিএ,ঢাকা: বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান দল। ঢাকা থেকে সকালেই তারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুরে তারা সেখানে পৌঁছায়।

আজ শুক্রবার সকালে ঢাকা আসার পর বিমানবন্দর থেকেই দুপুরে চট্টগ্রামের বিমানে ওঠেন রশিদ খানের দল।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে আফগানদের মিশন। এর আগে ১ ও ২ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

টেস্টের পরেই ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় চলে আসবেন রশিদ-নবীরা। ১৩ তারিখ থেকে শুরু হয়ে ২৪ তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ-আফগানিস্তান ছাড়া আরেকটি দল হলো জিম্বাবুয়ে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...