পিবিএ,স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ শিবিরে এবার যোগ হচ্ছে আরেক হতাশার খবর। টেস্ট দল থেকে ছিটকে পড়তে পারেন মুশফিকুর রহিম। পাঁজরের চোটের কারনে ২৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি না খেলার সম্ভাবনা রয়েছে তার।
পাঁজরের চোটটা বয়ে বেড়াচ্ছেন অনেকদিন। এশিয়া কাপে খেলেছিলেন পাঁজরের ব্যাথা নিয়েই। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আবার জেগে বসে সেই পুরাতন চোট। তৃতীয় ওয়ানডে খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা।চোট নিয়েই তৃতীয় ওয়ানডে খেলেছেন রহিম। তৃতীয় ওয়ানডের আগে অনুশীলনেও দেখা গিয়েছিল তাকে। ব্যাটিংয়ে নেমে করেন ১৭ রান। অবশ্য ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানিয়েছিলেন স্ক্যানে খারাপ কিছু ধরা পড়েনি।
তৃতীয় ওয়ানডেতে চোটের কারণে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেননি মুশফিকুর রহিম। উইকেটের পেছনে দেখা গিয়েছিল লিটন কুমার দাসকে। টেস্টেও হয়তো দাসকেই দেখা যাবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। সেডন পার্কে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে প্রথম টেস্ট। ৮ মার্চ সিরিজের দ্বিতীয় ও ১৬ মার্চ সিরিজের তৃতীয় টেস্ট হবে।
ওয়ানডে সিরিজে ব্যর্থতায় বন্দী ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ট্রেন্ট বোল্ট-টিম সাউদির ছোবল সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। টেস্টে ফের নিউজিল্যান্ডের পেসারদের গতি আর সুইংয়ের মোকাবেলা করার আগে মুশফিকুর রহিমকে হারানোটা বড় এক ধাক্কা।
ওয়ানডে সিরিজটা ভালো কাটেনি বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। টেস্ট শুরুর আগে চোটের ধাক্কায় টালমাটাল বাংলাদেশ। সফরের আগেই চোটের কারণে ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। সাকিব আল হাসানের টেস্ট খেলা এখনো অনিশ্চিত। তাসকিন আহমেদের চোটের কারণে টেস্ট দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সী পেসার এবাদত হোসেন।
পিবিএ/বাখ