ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো: ফিরোজ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (২’রা জানুয়ারী) সকাল ৭টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের প্রবেশ মুখ আলুটিলার জিরো মাইল এলাকার টান্নিং মোড়ে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের খাগড়াছড়ি মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ফিরোজের বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।

এছাড়াও একই ঘটনায় গুরুতর আহত মো: রাকিবকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে রয়েছে বলেও তিনি জানান।

এদিকে খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। খাগড়াছড়িগামী একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে বলেও তিনি জানান।

আরও পড়ুন...