রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে রাস্তার পাশে বাইক থামিয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছেন কোরবান আলী (৪৫) নামে এক সাংবাদিক।
সাংবাদিক কোরবান আলী দৈনিক গণমুক্তি পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মেলান্দহ উপজেলার খানপাড়া এলাকায় একটি দ্রুতগামী ট্রাক্টর পেছন থেকে ওই সাংবাদিককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে মেলান্দহ উপজেলার খানপাড়া এলাকায় (মেলান্দহ-ইসলামপুর সড়ক) মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ইসলামপুর থেকে মেলান্দহগামী একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুন নাহার বলেন, ‘দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ওই সাংবাদিকের তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ দিকে সাংবাদিক কোরবান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক রাজন্য রুহানি।