পিবিএ, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় প্রাণ গেল আক্রাম হোসেন আসিফ (১৪) নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের। কানে হেড ফোন লাগিয়ে গান শুনতে শুনতে পথে চলার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অনেকে জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে। জানা গেছে, উপজেলার বারমারী-তিনআনী বাজারের কাছে বোনারপাড়া এলাকার কাজীবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ বেকিকুড়া আমবাগান গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে আক্রাম হোসেন দক্ষিণ পলাশীকুড়া গ্রামের শাহ আলমের ছেলে খোকন মিয়ার কাছ থেকে প্রাইভেট পড়া শেষে, রাত সাড়ে ৮ টার দিকে নিজ সাইকেলযোগে বেকিকুড়া নিজ বাড়ীতে ফিরছিলো।
এসময় তিনআনী-নন্নী এলাকা থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক বোনারপাড়া এলাকার কাজী বাড়ি নামকস্থানে পৌঁছলে ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় আসিফ। অন্ধকার রাত থাকায় আসিফকে চাপা দিয়েই ঘাতক ট্রাকটি সটকে পড়ে। ঘটনার সময় আসিফের কানে হেড ফোন লাগানো থাকায় সে ট্রাকের হর্ণ না শুনায় হয়ত এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকে ধারনা করছেন।
পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ অসিফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পিবিএ/জেডএইচ