সনজিত কর্মকার, পিবিএ, চুয়াডাঙ্গা : নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাতিলের দাবি নিয়ে চুয়াডাঙ্গা এখনো সব রুটে বাস ও ট্রাক চলাচল শুরু হয়নি। এতে চরম ভোগান্তিতে রয়েছেন কাঁচামাল ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীসহ যাত্রী সাধারণ।
বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) সকাল থেকে চুয়াডাঙ্গা কোন রুটে দুরপাল্লার গাড়ী ছেড়ে যায়নি।
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল, বাসস্ট্যান্ড ও পরিবহর কাউন্টারগুলোতে আজও বাসে অপেক্ষায় অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম জানান, বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরিবহন ও শ্রমিকদের সাথে বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্ত চুয়াডাঙ্গাতে এখনো ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে, যাত্রীবাহী বাসের সাথে বুধবার ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হয়। ট্রাক বন্ধ থাকায় কাঁচামাল ব্যবসায়ীরা ভরসা হয়ে দাড়ায় ট্রেন। নিদিষ্ট স্থানে ট্রেনযোগে কাচাঁমাল পৌচ্ছে দিচ্ছে। যার কারণে ট্রেনগুলোতে যাত্রীদের চরম ভুগান্তিতে পড়তে হচ্ছে।
চুয়াডাঙ্গা কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী জানান, গত মঙ্গলবার ট্রাক, ও কাভার্ডভ্যান চলাচল বন্ধের ঘোষণার পর বুধবার সকাল থেকে চুয়াডাঙ্গা জেলায় এসব যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে পণ্য পরিবহন নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবজি পরিবহন বন্ধ হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন সবজি চাষি ও ব্যবসায়ীরা। তাই ট্রেনযোগে এসব কাঁচামাল নিদিষ্টস্থানে পৌচ্ছে দিচ্ছে।
জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির আহাদ জোয়ার্দ্দার জানান, বাস চলাচলের বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত কোন আমাদের জানানো হয়নি, সিদ্ধান্ত হলে বাস চলাচল শুরু করা হবে।
পিবিএ/ সনজিত/জেডআই