ট্রাফিক আইন ভঙ্গ করলেই ব্যবস্থা – ওসি মুজিবুর রহমান

পিবিএ, কিশোরগঞ্জঃ শুক্রবার তাড়াইল থানার উদ্যোগে ট্রাফিক আইন সম্পর্কে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। ও সি মুজিবুর রহমান ও রাজু মেডিকেল হল এর সৌজন্যে এই কার্যক্রম চালানো হয়। আনুমানিক সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১২ টা পর্যন্ত এই কার্যক্রম চালানো হয়।

এই সময় ট্রাফিক আইন সম্পর্কিত বিশেষ স্টিকার বিতরন করা হয়। তাড়াইল থানার ও সি মুজিবুর রহমান এর নির্দেশে এস আই জুলহাস সহ অন্যান্য পুলিশদের স্টিকার বিতরন ও গাড়িতে স্টিকার লাগাতে দেখা যায়। এই সময় তাড়াইল থানার ও সি মুজিবুর রহমান কে হ্যান্ড মাইকে ট্রাফিক আইন সম্পর্কে চালকদের সতর্ক করেন।

এই সময় তিনি বলেন, এই ট্রাফিক আইন ১ লা নভেম্বর ২০১৯ হইতে কার্যকর করা হয়েছে। আমরা ট্রাফিক আইন সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করার জন্য আজকের এই উদ্যোগ নিয়েছি । ট্রাফিক আইন কেউ ভঙ্গ করিলেই আমরা ব্যবস্থা নেব।

পিবিএ/এম জোবায়ের হোসেন খান/এএম

আরও পড়ুন...