ট্র্যাফিক গেম তৈরি করে শিরোপা জিতলো কেরালা পুলিশ

dubai

পিবিএ ডেস্ক : বিশ্বমঞ্চে সেরার শিরোপা পেল ভারতের কেরালা পুলিশ। দুবাইয়ে পুলিশ সেবার ওপর আয়োজিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় M-Government-এ শ্রেষ্ঠ পুরস্কার পেল কেরালা। ‘ট্র্যাফিক গুরু’ নামে একটি মোবাইল গেম তৈরি করে এই খেতাব ছিনিয়ে নিল কেরালা পুলিশ।

ট্র্যাফিক আইন-কানুন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই মোবাইল অ্যাপ্লিকেশন গেমটি তৈরি করা হয়। এর ফলে সাধারণ মানুষ প্রচুর উপকৃত হয়েছেন। কেরালা পুলিশের সশস্ত্র ব্যাটেলিয়নের ডিআইজি পি প্রকাশের পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমীরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ। ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে, সেই বিষয়ে আলোচনা হয় এই সভায়।

পিবিএ/জিজি

আরও পড়ুন...