টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে মরণের মৃত্যু

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে টয়লেটের ট্যাংকিতে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মরণ মালাকার (৪৮)। শনিবার রাতে এই ঘটনা ঘটে। সে রামগড় পৌরসভার গর্জনতলী এলাকার মৃত চন্দ্র মোহন মালাকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপাড়া এলাকার ছায়ারানী শীলের মেয়ে সীমা রানী টয়লেট ব্যবহার করতে গেলে তার ব্যবহৃত মোবাইলটি টয়লেটের ট্যাংকিতে পড়ে যায়। ফোনটি তুলতে মরণ মালাকারকে ডেকে আনা হয়। ফোনটি তুলতে

এলাকাবাসী জানায়, ট্যাংকিতে নামার সময় মদ্যপ অবস্থায় ছিল মরণ। এদিকে খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের একদল উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস এর সিনিয়র ফায়ার ম্যান মো: বশির উদ্দিন জানান, গর্তটি প্রায় ১৫ ফুট গভীর। টয়লেটের বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গেছে। পরে রাতে নিহতের লাশ উদ্ধার করা হয়।

রামগড় থানার ওসি তদন্ত মোঃ মনির হোসেন জানান,ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হবে।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...