টয়লেট পেপার’ সার্চ দিলে আসছে পাকিস্তানের পতাকা!

toilet-paper-PBA

পিবিএ ডেস্ক: ইন্টারনেটের বিশাল জগত কিন্তু শুধু মাল্টিমিডিয়া কনটেন্ট দিয়েই পরিপুর্ন নয়, বরং আপনি প্রায় যে কোন ধরণের তথ্য এখান থেকে খুঁজে নিতে পারবেন।

ইন্টারনেটের কিছু বিশেষ সাইট থাকে, যা মানুষকে তত্ত্ব-তালাশ করতে সাহায্য করে। সেগুলোর পোশাকি নাম ‘সার্চ ইঞ্জিন’। বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন আছে, কিন্তু কাজের পদ্ধতি প্রায় একইরকম। এর মধ্যে গুগল অন্যতম।

সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগলে ‘বেস্ট টয়লেট পেপার ইন দ্য ওয়ার্ল্ড’ (বিশ্বের সেরা টয়লেট পেপার) লিখে সার্চ দিলে আসছে পাকিস্তানের জাতীয় পতাকার ছবি। ধারণা করা হচ্ছে গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ৪০ সেনা সদস্য নিহতের প্রতিবাদে ভারতীয়দের জবাবের কারণেই এমনটি হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সার্চের ফলের স্ক্রিনশটগুলো ব্যাঙ্গ হিসেবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শেয়ার করা হচ্ছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদের শিরোনামও হয়েছে। তবে কেন এমনটি হচ্ছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি গুগল।

আরও পড়ুন...