ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ১ জনের মৃত্যু,৭জন আক্রান্ত

পিবিএ,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরনকারি ব্যক্তির বাসা পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর গ্রামে, তার বয়স ৬৫ বছর। তিনি বুধবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪ জনে। এছাড়া দুই বছর বয়সী এক শিশু ও সদর হাসপাতালের এক নারী স্বাস্থ্যকর্মীসহ ৭জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছে ৪জন, পীরগঞ্জে ২ জন(মৃত ব্যক্তিসহ) ও রাণীশংকৈলে একজন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০১ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২১৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
ঠাকুরগাঁও সদর উপজেলার চারজনের মধ্যে পৌরসভার বশিরপাড়ায় আক্রান্ত হয়েছেন ৪৫ বছর বয়সী এক পুরুষ, আশ্রমপাড়ার শিশুপার্ক এলাকায় আক্রান্ত হয়েছেন জেলা নির্বাচন অফিসের ৪০ বছর বয়সী এক স্টাফ, শান্তিনগরে আক্রান্ত হয়েছে ২ বছর বয়সী এক শিশু ও সদর হাসপাতালে আক্রান্ত হয়েছে এক নারী স্বাস্থ্যকর্মী।

রাণীশংকৈল উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৫ বছর বয়সী এক নারী। তার বাসা উপজেলার বন্দর নামক এলাকায়।

পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন দুইজন। তার মধ্যে বুধবার সকালে একজনের মৃত্যু হয়েছে। তার বাসা উপজেলার ভেলাতৈর গ্রামে ও উপজেলার উত্তর গয়াগাঁও গ্রামে আক্রান্ত হয়েছে একজন ১২ বছর বয়সী মেয়ে শিশু।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা আক্রান্ত সনাক্ত হয় ৩ জন ব্যক্তি। এরপর ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে এ সংখ্যা দাড়ায় ৩০১ জনে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ জন ও চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২১৬ জন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...