ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহের দুর্নীতির প্রতিবেদন করায় জাগোনিউজ২৪.কম ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানুকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গতকাল শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতেই ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে অবস্থান নেন জেলায় কর্মরত সাংবাদিকরা। তাঁরা গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসঙ্গে গ্রেপ্তার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি জানান।
এর আগে গত শুক্রবার (৯ জুলাই) দুপুরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে জাগোনিউজ২৪.কম ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা.কম-এর প্রতিনিধি রহিম শুভ এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৫, ৬ ও ৭ জুলাই বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সরকারি বরাদ্দের কম মূল্যের খাবার সরবরাহ নিয়ে মিথ্যা ও জনরোষ সৃষ্টিকারী মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। যা ওই সাংবাদিকরা পরস্পরের সহায়তায় ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হাসপাতালের সুনাম ক্ষুন্ন, কর্মকর্তা-কর্মচারীদের ভাবমূর্তি নষ্ট করাসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে পথ্য সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার অসৎ উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের প্রতি জনসাধারণের আস্থাহীনতা জনরোষ, বিদ্বেষ ও বিভ্রান্ত সৃষ্টি হওয়ার ঘটনা উপক্রম হয়। এ অবস্থায় বর্ণিত সাংবাদিক ও তাঁদের সহযোগী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলি বলেন, ‘কিছু কুচক্রি মহল চায় তাদের দুর্নীতি ও অপরাধের চিত্র যাতে দেশের মানুষ জানতে না পারে, সেজন্য সাংবাদিকদের দাবিয়ে রাখতে এই মামালার আশ্রয় নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই দুর্নীতিবাজ ও অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে।’
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু বলেন, ‘সত্য সংবাদকে ঢাকতে ও অসৎ ব্যক্তিদের পক্ষ নিয়েছে কিছু উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। সাংবাদিকদের দমিয়ে রাখতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যাবহার করা হচ্ছে। অবিলম্বে সব সাংবাদিককে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে সাংবাদিকদের নিয়ে রাজপথে থেকে দাবি আদায় করা হবে।’