ঠিকাদারদের কাজের গাফিলতিতে জনসাধারণ ও যাত্রীদের ক্ষোভ

পিবিএ,নাটোর: নাটোর -বগুড়া মহাসড়কে চৌগ্রাম এলাকায় রাস্তা সংস্কার কাজ চলছে। প্রায় দু মাস হলো সংস্কার কাজ চলছে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজ চলছে ধীরগতিতে। কাজের ধীরগতিতে জনসাধারণ ও যাত্রীদের মধ্য ক্ষোভ বিরাজ করছে।

ঠিকাদারদের কাজের গাফিলতিতে জনসাধারণ ও যাত্রীদের ক্ষোভ
ধীর গতিতে চলছে নাটোর -বগুড়া মহাসড়ক রাস্তা সংস্কার কাজ

সিংড়া উপজেলার চৌগ্রাম লাল ঘরের ব্রীজ থেকে ১কিলোমিলার রাস্তা জোরব্রীজ পর্যন্ত এরিয়ায় রাস্তা মেরামতের জন্য গত ২ মাস আগে রাস্তার নষ্ট হয়ে যাওয়া পিচ উঠিয়ে ফেলা হয়! গত ৬০ দিন যাবৎ রাস্তা মেরামতের সাথে জড়িত কাউকে রাস্তায় পানি দিতে বা দ্রুত মেরামত করতে দেখা যায়নি!

রাস্তা মেরামত হোক এটা আমরা সবাই চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য, কিন্তু মেরামতের নামে যদি কাজটা ধীরগতিতে করা হয় আর তার জন্য যদি পরিবেশ ও জনজীবনের উপর বিপর্যয় নেমে আসে তাহলে সেই কাজটি কারো জন্যই কাম্য নয়! পুরো এরিয়া সাধারন মানুষের চলাচলের জন্য অনুপোযোগী হয়ে পড়েছে। বাতাসে অতীব মাত্রায় ধূলিকণা।

এভাবে আর কিছুদিন চলতে থাকলে মানুষের শরীরে নানা রকম রোগের প্রকোপ দেখা দিতে পারে। ধুলাবালি মানব স্বাস্থ্যের এক ভয়ঙ্কর শত্রু। ধুলাবালি প্রতিনিয়ত দেহাভ্যন্তরে প্রবেশ করে নানাভাবে আমাদের ক্ষতি করছে। বিশেষ করে সর্দি, হাঁচি, সাইনোসাইটিস, মাথাব্যথা, হাঁপানি-অ্যাজমা, শ্বাস-প্রশ্বাসের জটিলতা, চোখ ওঠাসহ চোখের বিভিন্ন জটিলতা ও দৃষ্টিশক্তি হ্রাস, বিভিন্ন প্রকার চর্মপীড়া, বক্ষব্যাধি, পরিপাকতন্ত্রের জটিলতা ও নিউরনজনিত সমস্যাসহ নানান রোগ। অ্যাজমা রোগীর প্রশ্বাসের সঙ্গে গলার ভেতর দিয়ে যখন ধূলিকণা ঢুকতে থাকে তখন সেটা ঠেকানোর জন্য শরীর ওই পথ সংকুচিত করে বন্ধ করে দেয়ার চেষ্টা করে।

জনগনের ভোগান্তি কমাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

পিবিএ/এ/আরআই

আরও পড়ুন...