ঠিকাদারের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: রাজশাহী গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা অপরাধী ঠিকাদারের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন করেছে। মানববন্ধনে ঠিকািদারি প্রতিষ্ঠান আবুল হোসেনের সব কাজ বাতিলের দাবি জানানো হয়। সেই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় গণপূর্ত অধিদফতরে কার্যালয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণপূর্ত অধিদফতরে কার্যালয়ে দেলোয়ার হোসেন (২৮) নামে এক প্রকৌশলীর ওপর হামলা চালিয়েছেন ঠিকাদার এবং তার সহযোগী। হামলায় প্রকৌশলী আহত হয়েছেন। বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

গতকাল সোমবার বেলা ১২ টার দিকে গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা করেন বাদী উপবিভাগীয় প্রকৌশলী ইফতেখার আলম। পুলিশ ঠিকাদার লিটন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা শাহাবুল মঞ্জুর লিটন (৩১) এবং তার ম্যানেজার মহানগরীর উপকণ্ঠ চক কাপাসিয়ার বাসিন্দা আতিকুর রহমানকে (৩২) গ্রেফতার করেছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...