পিবিএ, ঢাকা : কর্তব্যরত অবস্থায় করোনা সংক্রমণে প্রাণ হাড়ানো চিকিৎসক ডাঃ মঈন উদ্দিনের নামে ফেইসবুকে মিথ্যা কুৎসা রটানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ।
আজ বুধবার ২২ এপ্রিল সাইবার পুলিশ, সিআইডি রাজধানীর বাড্ডা এলাকা থেকে রিয়াজুল আবির(৩১) নামে ঐ যুবককে গ্রেফতার করেছে।
রিয়াজ বরিশালের বাকেরগঞ্জ থানার দত্তকাঠি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তার মাতার নাম কচিরন নেছা।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন করোনায় মৃত্যুবরণ করার পর এ বিষয়ে চিকিৎসক সমাজকে উসকে দেবার জন্য কতিপয় কুচক্রি মহল মৃত ডাক্তারকে জড়িয়ে নানান কুৎসামূলক বক্তব্য স্যোশাল মিডিয়া তে প্রচার করতে থাকে। এতে চিকিৎসকদের অনেকেই সাইবার পুলিশের সাথে যোগাযোগ করে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারী দায়ী আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানায়।
পরে সাইবার পুলিশের ২৪/৭ অনলাইন মনিটরিং সেল ডাঃ মঈন উদ্দিন সহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে।
তারই ধারাবাহিকতায় সাইবার পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর বাড্ডা এলাকা থেকে অদ্য ২২/০৪/২০২০ তারিখে অভিযুক্ত কে গ্রেফতার করে। তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।
স্যোস্যাল মিডিয়া ও অনলাইনের যে কোন ধরনের গুজবসহ যেকোন সাইবার অপরাধের তথ্য সিআইডির সাইবার পুলিশের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ইউনিটের সাথে যোগাযোগের জন্য নিম্নোক্ত যেকোন মাধ্যম ব্যবহার করে যেকোন সময় যোগাযোগ করা যাবে।
ফেসবুক পেজ https://www.facebook.com/cpccidbdpolice/
২৪/৭ কন্টাক্ট নম্বর- +৮৮০ ১৭৩০-৩৩৬৪৩১
এবং ইমেইল- cyber@police.gov.bd
পিবিএ/প্রেসনোট/এমএ