ডাকসুতে ৩০শে ডিসেম্বরের নির্বাচনের পুনরাবৃত্তি হয়েছে : ফখরুল

ঐক্যফ্রন্ট
জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক

পিবিএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ডাকসুতে ৩০শে ডিসেম্বরের নির্বাচনের পুনরাবৃত্তি হয়েছে।

তিনি বলেন, গোটা নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। উপজেলা নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে নিরব প্রতিবাদ জানিয়েছে।
ফখরুল বলেন, ডাকসুতে জাতি যে নির্বাচন প্রত্যক্ষ করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যের ঐক্য ধরে রাখতে আমরা ঐক্যবদ্ধ। এই মুহুর্তে জনগণের ঐক্য অপরিহার্য।

ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের শপথ নেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মিজা ফখরুল বলেন, তিনি দল ও জোটের নির্দেশনা অমান্য করে শপথ নেয়ায় গণফোরাম তাকে বহিস্কার করেছে।

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, দেশজুড়ে এখনো ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গায়েবি মামলা দেয়া হচ্ছে। আমরা অবিলম্বে সেগুলোর প্রত্যাহার করে নেতাকর্মীদের হয়রানি না করার আহ্বান জানাচ্ছি। সম্প্রতি সরকার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে। এতে সাধারণ জনগণের ওপর চাপ বৃদ্ধি পাবে। আমরা গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের দাম না বাড়ানোর আহ্বান জানাই।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...