ডাকসু নির্বাচনে ইশা ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

পিবিএ,ঢাকসু: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ২০১৯ এ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শেখ ফজলুল করীম মারুফ-এর অনুমোদনের মাধ্যমে প্রকাশ করা হয়।

আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে এস এম আতায়ে রাব্বী ও জি এস পদে মাহমুদুল হাসান এবং এ জি এস পদে এইচ এম শরিয়ত উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত ২৭ ফেব্রুয়ারি ’১৯ ইং ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত বৈধ প্রার্থীদের তালিকায় ইশা ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ২৫ জনের প্রার্থিতাই বৈধ ঘোষণা করা হয়। ইশা ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলে তিনজন ছাত্রীও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০১৯ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বি-মাহমুদুল হাসান-শরীয়াতউল্লাহ প্যানেলের পূর্নাঙ্গ তালিকা :

১. সহ-সভাপতি- এস. এম. আতায়ে রাব্বী, ২. সাধারণ সম্পাদক- মাহমুদুল হাসান, ৩. সহ-সাধারণ সম্পাদক- এইচ. এম. শরীয়ত উল্লাহ, ৪. স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- শফিকুল ইসলাম, ৫. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক- মাহমুদুল হাসান, ৬. কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক- নাসিমা আক্তার, ৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- তাওহীদুর রহমান, ৮. সাহিত্য সম্পাদক- শাহিন আলম, ৯. সংস্কৃতি সম্পাদক- মো. আল আমিন, ১০. ক্রীড়া সম্পাদক- তামান্না তাসনিম, ১১. ছাত্র পরিবহন সম্পাদক- জামাল উদ্দিন মুহাম্মাদ খালিদ, ১২. সমাজ সেবা সম্পাদক- কবির হোসেন, ১৩. সদস্য- আমিরুল ইসলাম, ১৪. সদস্য- ফাতেমা আক্তার, ১৫. সদস্য- শরিফুল ইসলাম, ১৬. সদস্য- ওয়াসিক বিল্লাহ, ১৭. সদস্য- মুহা. হাফিজুর রহমান, ১৮. সদস্য- আব্দুর রহমান, ১৯. সদস্য- ইয়াছিন আরাফাত, ২০. সদস্য- মুহাম্মাদ দেলওয়ার হোসেন, ২১. সদস্য- মুহা. ইয়ামিন, ২২. সদস্য- খাইরুল আহসান মারজান, ২৩. সদস্য- রাশেদুল ইসলাম, ২৪. সদস্য- মুহা. আব্দুল্লাহ আল মারুফ, ২৫. সদস্য- মু.রুহুল আমিন

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...