ডাকসু নির্বাচন যেন সংসদ নির্বাচনের মতো না হয়: অধ্যাপক মাহবুব

পিবিএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে নতুন সঙ্কট সৃষ্টি হয়েছে। তাই ডাকসু নির্বাচন যেন জাতীয় সংসদ নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়- এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।

শুক্রবার আইএবি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের ত্রৈ-মাসিক অধিবেশনে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের উপরোক্ত কথাগুলো বলেন।

অধিবেশন আর বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ সভাপতি মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রিন্সিপাল এম সুলতান মাহমুদ, সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক আবদুস সবুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবীর, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুনিরুল ইসলাম, মো: জয়নুল আবেদীন ফরাজি, প্রচার সম্পাদক মুহা. আব্দুল হান্নান, দফতর সম্পাদক মোস্তফা বাঙ্গালি, সহ দফতর সম্পাদক এইচ এম মহিউদ্দন মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন সিরাজি, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী আশরাফ আলী, সহ বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক অধ্যাপক রাশেদ আনোয়ার, ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ প্রমুখ।

অধিবেশনে মাহবুবুর রহমান আরও বলেন, জাতীয় শিক্ষাব্যবস্থা ত্রিধারায় বিভক্ত, সমন্বয়হীন। সবার চিন্তা দৃষ্টিভঙ্গি এক না হলে সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষক ও ছাত্রসমাজ মূখ্য ভূমিকা রাখতে ব্যর্থ হবে। বর্তমানে দেশে শিশু নির্যাতন-হত্যা ধর্ষণ আশংঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় জাতির বিবেক ও মানুষ গড়ার করিগর নিশ্চুপ থাকতে পারেনা। তাই শিক্ষক সমাজকে সচেতন হয়ে নৈতিক শিক্ষাপ্রদানে বলিষ্ঠ ভুমিকা পালনে করতে হবে। এ ছাড়া শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা ও বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের টাইমস্কেল চালু করার দাবী জানান। অধিবেশনে শেষে দেশে বর্তমানে চলমান এস এস সি/ দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

পিবিএ/হক

আরও পড়ুন...