ডাকসু ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ‘সন্ত্রাসবিরোধী’ গণপদযাত্রা

পিবিএ,ঢাকা: ডাকসু ভবনে ভিপি নুরুল হক ও তার সহযোগীদের উপর হামলাকারীদের বিচার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণসহ চার দফা দাবিতে ‘সন্ত্রাসবিরোধী’ গণপদযাত্রা করেছে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশ থেকে সংক্ষিপ্ত এক সমাবেশ শেষে গণ পদযাত্রা শুরু করেন জোটের নেতারা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নীলক্ষেত ও কাঁটাবন হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবার রাজুভাস্কর্যে এসে শেষ হয়।

গণপদযাত্রা থেকে ভিপি নুরুল হকসহ সব শিক্ষার্থীর ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কার ও আইনানুগ বিচার, ‘ব্যর্থতার’ দায়ে প্রক্টরের অপসারণ, আহতদের বিরুদ্ধে হওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তাদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসন কর্তৃক বহন এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হলে হলে দখলদারি ও গেস্টরুম-গণরুম নির্যাতন বন্ধ করা- প্রভৃতি দাবি জানানো হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, কোটা আন্দোলন থেকে শুরু করে একের পর এক হামলা চালানো হচ্ছে। একটি হামলারও বিচার পাইনি। তাই সন্ত্রাসীরা তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে। তিনি বলেন, সেদিন আমাদের ওপর দু দফায় হামলা চালানো হয়েছে। প্রথম দফা হামলা করেছে তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ। দ্বিতীয় ধাপে হামলা চালিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সে হামলার নেতৃত্ব দিয়েছে সনজিত এবং সাদ্দাম। তাদের এখনও আইনের আওতায় আনা হয়নি।

তিনি বলেন, মার খেয়েছি, হাসপাতালে গিয়েছি, আইসিউতে গিয়েছি আবার মামলা করা হয়েছে। তাহলে এই দেশ কোথায় আছে। পুলিশের মামলার উদ্দেশ্য সনজিত সাদ্দাম এবং ছাত্রলীগকে রক্ষা করা। আমাদের অভিযোগ সম্পর্কে পুলিশ এখনও কোনো আপডেট দেয়নি।

ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, সারাদেশে আজ ছাত্রলীগ ত্রাশের অভয়ারণ্য সৃষ্টি করেছে। শুধু দেশের স্বার্থে কথা বলায় আমাদের ভাই আবরারকে হত্যা করেছে ভারতের দালালরা। সন্ত্রাসের দখলকে আমরা ভেঙে চুরমার করে দেব।

এছাড়া গণ পদযাত্রায় আরও বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান নোবেল, স্বতন্ত্র জোটের শেখ তাসনিম আফরোজ ইমি, বিপ্লবী ছাত্র যুব-আন্দোলনের সভাপতি আতিফ অনিক, ছাত্র ফেডারেশনের গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বিপ্লবি ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর প্রমুখ।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...