পিবিএ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর মরকটা ব্রিজ এলাকায় পানি প্রবাহ ঠিক রাখতে স্বেচ্ছাশ্রমে কুচুরিপানা পরিস্কার করেছে কনকাপৈত উন্নয়ন ফোরামের দুই শতাধিক স্বেচ্ছাসেবী।
শনিবার (১২ অক্টোবর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা ইকবাল হোসেন মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপির প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, ব্যবসায়ী নাসির উদ্দিন, শাহ আলম মজুমদার, মনির হোসেন, প্রবাসী ইমাম হোসেন, মাওলানা রুহুল আমিন, ফুয়াদ বিন মোস্তফা, নুরুল আলম, ফারহান মজুমদার, হোসাইন মামুনসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত স্বেচ্ছাসেবীবৃন্দ।
স্থানীয় কৃষক শাহ আলম বলেন, দীর্ঘ ১৫ বছরে অনেক চেয়ারম্যান ক্ষমতায় ছিলো। তারা ডাকাতিয়া নদীর কুচুরিপানা পরিস্কারে উদ্যোগ নেয়নি। কিন্তু ক্ষমতায় না থেকেও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার নিজে এবং স্বেচ্ছাসেবীরা কুচুরিপানা পরিস্কার কাজ করছে। এটা ভালো উদ্যোগ।
সফুরা বেগম নামের এক বৃদ্ধা বলেন, ‘কুচুরিপানা পরিস্কার করার কারণে মরকটা স্টিল ব্রিজ এলাকা অনেক সুন্দর দেখা যাবে। চলাচলে জীব-জন্তুর ভয় লাগবে না। এভাবে স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসলে সব এলাকা সুন্দর হয়ে উঠবে’।
কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ও কুচুরিপানা পরিস্কারের উদ্যোক্তা ইকবাল হোসেন মজুমদার বলেন, ‘সাম্প্রতিক বন্যায় কনকাপৈত ইউনিয়নের ডাকাতিয়া নদী সংলগ্ন গ্রাম ও এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের মাঝে উপহার সামগ্রী দিয়েছি। কিন্তু বন্যার পানি কি কারণে জমে ছিল, সে কারণ অনুসন্ধান করেই স্বেচ্ছাশ্রমে কুচুরিপানা পরিস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করি-সরকার আমাদের উদ্যোগে সাড়া দিবে’।