ডাকাতির প্রস্তুতিকালে মানিকগঞ্জে তিন ডাকাত গ্রেফতার

 

পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বাইতরা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে রামদা, ছুরিসহ ডাকাতিকাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত রাসেল, ফারুক ও জাহাঙ্গীরের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়।


মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান পিবিএ’কে বলেন, ডাকাতরা সদর উপজেলার বাইতরা গ্রামের ব্যবসায়ী নিমাই চন্দ্র সরকারের বাড়িতে ডাকাতির করার জন্য পাশের একটি ইটভাটায় প্রস্তুতি নিচ্ছিলেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাত ১২টার দিকে অভিযান চালায়। এসময় ডাকাতদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরু দ্ধে ডাকাতির মামলার পর আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...