ডাক্তারের প্রেসক্রিপশান মেনে ঔষধ সেবন

পিবিএ,কুমিল্লা: বাংলাদেশ ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন,ঔষধকে সাধারণ মানুষের জন্যে সহজ করতে হবে,মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। ঔষধের ব্যবহারের পরিমান সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। ঔষধ যেমন মানুষের জীবন বাঁচায় আবার ঔষধের অপব্যবহারে মানুষের মৃত্যুও হতে পারে। ডাক্তারের প্রেসক্রিপশান মেনে ঔষধ সেবন করতে সকলকে সচেতন হতে হবে।

তিনি শুক্রবার সকালে কুমিল্লা মহানগরীর হিলটন টাওয়ারে ক্যাপসিকাম সেন্টারে সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ চাষাবাদ,সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার”শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও হারবাল প্রডাক্ট,কসমেটিক এন্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন হারবাল প্রডাক্ট,কসমেটিক এন্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর কুমিল্লা জেলার ঔষধ তত্বাবধায়ক মোঃ হারুন অর রশীদ, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা ,বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী,বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র এক্সিটিওভ ফাতেমা নার্গিস, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান ও বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির আঞ্চলিক সম্পাদক আমিরুল ইসলাম।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হারবাল প্রডাক্ট,কসমেটিক এন্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল,মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সহ সভাপতি মোহাম্মদ নুর নবী,আলোচনায় অংশ নেন হাকীম মোঃ আজিজুর রহমান মোল্লা,হাকীম মোঃ শহিদুল ইসলাম খান, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সদস্য মোঃ রিয়াজুল ইসলাম,বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সদস্য মোঃ শফিকুল ইসলাম সরকার, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল আলম ভুইয়া, হারবাল প্রডাক্ট,কসমেটিক এন্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ আবদুর রব।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে ঔষধ প্রস্তুতকারী কোম্পানীর মালিকদের বলেন, নিজেদের লাভের কথা কম ভেবে সাধারণ মানুষের কল্যানের কথা ভাবুন, মানুষকে সর্বরোগের উপকারের কথা ও চটক বিজ্ঞাপন দিয়ে মানুষকে ঠকানো ঠিক নয়। মানুষের সাথে প্রতারণা করলে ও অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবেনা।

পিবিএ/এমএইচ/এমএসএম

আরও পড়ুন...