ডাক্তার বিহীন লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগ

পিবিএ, লালমনিরহাট: লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগে সৃষ্ট ৯৬টি পদ শূন্য অফিসিয়াল কাজে বিঘ্ন ঘটেছে।

লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ মোঃ হারুন অর রশিদ জানান, সহকারী পরিচালক (সিসি) পদে ১, সহকারী পরিচালক (পঃপঃ) ১, মেডিকেল অফিসার (এসিএইচ-এফপি) ৩, মেডিকেল অফিসার (ক্লিনিক) ১, মেডিকেল অফিসার (পঃকঃ) ৪, উপজেলা পঃপঃ কর্মকর্তা ৫, সহকারী পঃপঃ ১, সহকারী পরিবার কল্যান কর্মকর্তা ৫, উপঃ কমিউনিটি মেডিকেল অফিসার ১৪, অফিস তত্বাবধায়ক ১, হিসেব রক্ষক ১, ষাার্ট- মুদ্রাক্ষরিক ২, গুদাম রক্ষক ১, কোষাধ্যক্ষ্য ১, অফিস সহকারী তথাঃ মুদ্রাক্ষরিক ১, কনিষ্ঠ পরিসংখ্যান সহকারী ১, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী ১৫, পরিবার কল্যান পরিদর্শিকা ২, পরিবার পরিকল্পনা পরিদর্শক ৩, পরিবার কল্যান সহকারী ৫১, গাড়ি চালক ১, অফিস সহায়ক ১, মিডওয়াইফ ২, দাই নার্স ৬, আয়া ৫, নিরাপত্তা প্রহরী (নৈশ প্রহরীসহ) ৩৩, পরিচ্ছন্ন কর্মি ২, ফার্মামিস্ট ১০ , ফিমেল মেডিকেল এটেনটেন্ড কাম- কম্পিউটার ১, সহকারী নার্সিং এ্যাটেনটেন ২, ও পিয়ন কাম চৌকিদার ১ জনসহ বিভিন্ন পদে মোট ৯৬টি পদ শুন্য। এর মধ্যে গুরুত্বপুর্ন পরিবার কল্যান সহকারী ২২৪ জনের মধ্যে ৫১টি পদ শুন্য থাকায় লালমনিরহাটে স্বাস্থ্য বিভাগে জেলার মানুষ পুর্নাঙ্গ সেবা থেকে বঞ্চিত।

অপর দিকে জেলার এক মাত্র মাতৃমঙ্গলটিতে ডাঃ না থাকায় বিশেষ করে গর্ববতী মা ও শিশুরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব শুন্য পদের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বার বার আবেদন করেও এর কোন সুফল পায়নি বলে জানা গেছে।

পিবিএ/এইস/হক

আরও পড়ুন...