ডায়বেটিস আক্রান্তরা রক্ত দিতে পারবে

পিবিএ,রিফাত হোসেন: ডায়বেটিস আক্রান্ত রোগীরা ইনসুলিন গ্রহণ করে। যার ফলে আমাদের সবার মনে এই প্রশ্নটি যে ডায়বেটিস আক্রান্তরা কি রক্ত দিতে পারবে? ১৯৮০ সাল পর্যন্ত ইনসুলিন তৈরি হত গরু থেকে। কিন্তুু এখন আর গরু থেকে ইনসুলিন তৈরি করা হয় না। তবুও ডায়বেটিস রোগীরা রক্ত দিতে পারবে কি না বিষয়টি নিয়ে আমরা ব্যাপক অসচেতনতায় ভোগি।
American Association Of Blood Bank এর দেওয়া গাইড লাইন অনুসারে ডায়বেটিস আক্রান্তরা রক্ত দিতে পারবে । যদি তার ডায়বেটিস নিয়ন্ত্রনে থাকে। তবে ডায়বেটিস আক্রান্ত রোগীর কাছ থেকে যারা রক্ত নিবে তাদের সমস্যা হতে পারে। যেমন ধরেন গ্রহীতার চাহিদা WBC এক্ষেত্রে Nutrofil এর সমস্যা হতে পারে।

সেচ্ছায় রক্ত দানের উপকারিতা
সেচ্ছায় রক্তদান করলে মানসিক শান্তি পাওয়া যায়। পরোপকারিতার মনমানসিকতাও বৃদ্ধি পায়। রক্তদান করলে ভলিউম কমে যায়। এই ভলিউমের ঘাটতি পূরণ হতে, ৪৮ থেকে ৭২ ঘন্টা সময় লাগে। কিন্তু RBC এর পরিমান স্বাভাবিকের চাইতে অনেক কম থাকে এবং RBC এর পরিমাণ স্বাভাবিক হতে প্রায় ৮ সপ্তাহ সময় লাগে। । রক্তদানের সঙ্গে সঙ্গে শরীরের ‘বোনম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে। বছরে তিনবার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায়। রক্তদান অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। রক্তে কোলস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে। শরীরে অতিরিক্ত আয়রনের উপস্থিতিকে বলে Hemochromatosis। নিয়মিত রক্তদান এই রোগ প্রতিরোধ করে। স্থূলদেহী মানুষের ওজন কমাতে রক্তদান সহায়ক।

তাই আমরা আর কাউকে রক্তদান করা থেকে বিরত করব না। কারণ অনেকের জীবনই রক্তের উপর নির্ভরশীল।

আরও পড়ুন:

 

আরও পড়ুন...