ডিআইজি মিজানের বিরুদ্ধে আইনের প্রক্রিয়া চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

পিবিএ,ঢাকা: সুনির্দিষ্ট গ্রেফতারি পরোয়ানা থাকলেই সদ্য সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (২৬ জুন) দুপুরে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানা ছাড়া সরকারি উচ্চপদস্থ কোনও কর্মকর্তাকে গ্রেফতার করা সুযোগ নেই। সুনির্দিষ্ট গ্রেফতারি পরোয়ানা থাকলেই সদ্য সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানকে গ্রেফতার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এর আগে যদি তিনি আত্মসমর্পণ করেন। তাহলে ভিন্ন কথা। আর যদি না করেন তাহলে আইন আইনের প্রক্রিয়াতেই চলবে।

ডিআইজি মিজান দেশে আছেন কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তিনি দেশে নাই এরকম কোন কিছু শুনি নাই। তার তো দেশেই থাকার কথা।’

মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘কোনও মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। হয় তাকে আত্মসমর্পণ করতে হবে, না হয় তাদের কি পরিণতি হবে তারা সেটা ভালভাবেই জানে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের দেশ মাদক উৎপাদন করে না। তবে আমরা মাদকের রুট হিসেবে পরিচিত হয়ে গেছি। কেননা আমাদের চারপাশে সীমান্ত এলাকা আর এই সীমান্ত এলাকা দিয়েই ঢুকছে মাদক।’

তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে এগুলো রুট বন্ধ করে দিতে। আর যেন কেউ এই রুট ব্যবহার করে মাদক ঢুকাতে না পারে।’

মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে তরুণ সমাজের উদ্দেশ্য মন্ত্রী বলেন, ‘টানা দু’বছর মাদকের সংস্পর্শে থাকলে হিতাহিত জ্ঞান বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি থাকে না। আমরা আর কোনও তরুণের মাঝে ঐশির মতো মেয়ে দেখতে চাই না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় মাদক নির্মূলে চাই জনগণের একাত্মতা। সামাজিক আন্দোলনই পারে সমাজ থেকে ভয়াবহ মাদককে নির্মূল করতে।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...