পিবিএ,ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে গনি-শহিদুল পরিষদ। সভাপতি পদে দৈনিক আমার দেশের কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের মো. শহিদুল ইসলাম বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ২০টি পদের দু‘টি ছাড়া বাকি সবকটিতে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে গনি-শহিদ পরিষদ। সভাপতি পদে কাদের গনি চৌধুরী ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৫৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের মো. শহিদুল ইসলাম ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইরফানুল হক নাহিদ পেয়েছেন ৫৯০ ভোট। সহ-সভাপতি তিনটি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে দৈনিক মানবকণ্ঠের বাছির জামাল (প্রাপ্ত ভোট ৮৬৯), দিগন্ত টিভির শাহীন হাসনাত (প্রাপ্ত ভোট ৮৯৬) ও দিনকালের রাশেদুল হক ( প্রাপ্ত ভোট ৭১৯)। যুগ্ম সম্পাদক পদে মো. শাহজাহান সাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ পদে নিউ নেশনের মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার), প্রাপ্ত ভোট ৮৯৩, সাংগঠনিক সম্পাদক পদে বাসসের মো. দিদারুল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার সম্পাদক পদে খন্দকার আলমগীর হোসাইন (প্রাপ্ত ভোট ৯৩৬), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের আবুল কালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা (প্রাপ্ত ভোট ৮১৮), দফতর সম্পাদক পদে দৈনিক জনতার ডিএম আমিরুল ইসলাম অমর (প্রাপ্ত ভোট৭০২)।
সদস্য ৮টি পদে যথাক্রমে নির্বাচিতরা হলেন- দৈনিক ইনকিলাবের রফিক মুহাম্মদ (প্রাপ্ত ভোট ৮৪৫), শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ৮০৮), খন্দকার হাসনাত করিম পিন্টু (প্রাপ্ত ভোট ৭২৯), জেসমিন জুঁই (প্রাপ্ত ভোট ৭০০), আবুল হোসেন খান মোহন (প্রাপ্ত ভোট ৬৮৮), কাজি তাজিম উদ্দিন (প্রাপ্ত ভোট ৬৭৭), রফিক লিটন (প্রাপ্ত ভোট ৬৩৭) এবং মো. আব্দুল হালিম (প্রাপ্ত ভোট ৬২৬)। নির্বাচন শুরু হয় সকাল ৯টায়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতির পর টানা ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মিলন।
পিবিএ/এএম