পিবিএ,ঢামেক: চকবাজারে অগ্নিকান্ডে নিহত অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তের জন্য স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম আজকের মত স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবার নমুনা সংগ্রহ করা শুরু হবে বলে জানিয়ে সিআইডি ক্রাইম সিন এর ফরেনসিক বিভাগ।
এখন পর্যন্ত ১৮ টি লাশের বিপরিতে ৩০ জন স্বজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে তারা। বাকি ৩ টি লাশের বিপরিতে কোনো দাবিদার এখনও মর্গে এসে যোগাযোগ করনি।
পিবিএ/এমএসএম