ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত বিকালে: সিইসি

nurul huda PBA
ফাইল ছবি

পিবিএ,ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটির যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ বিকালে নেয়া হবে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সারা বছর বিভিন্ন নির্বাচন থাকে। আজকে বিকালে কমিশন সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সাথে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, বলেন, কিছুদিন আগে একটি বড় নির্বাচন গেল। সেখানে আপনাদের কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। সেখানে কাজ করতে গিয়ে আপনাদের যেসব বিষয়ে ঘাটতি আছে বলে মনে হয়েছে সেগুলো এই প্রশিক্ষণ থেকে জানার চেষ্টা করবেন।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মারা গেলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ইসি এই আদেশের বিপক্ষে আপিল করে। পরে স্থগিতাদেশ তুলে নিয়ে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন আদালত।

পিবিএ/এফএস

আরও পড়ুন...