ঢাকা উত্তরের মেয়র হলেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম

পিবিএ, ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম তাকে বেসরকারিভাবে নির্বাচিত বলে ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৮২৯ ভোট। তাছাড়া আম প্রতীক নিয়ে এনপিপি থেকে মনোনীত প্রার্থী পেয়েছেন সর্বমোট ২ হাজার ৮৭৬টি ভোট।

প্রসঙ্গত, ডিএনসিসিতে ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী ছিলেন ৪৫ জন । ডিএসসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী ছিলেন ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন ।

ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর নয় নম্বর সাধারণ আসনে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মোট ৫৪টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...