পিবিএ,ঢাকা: ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টার্স ফোরাম (ডিএমআরএফ) নামের নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হলো। সংগঠনের সভাপতি হিসেবে মনিরুজ্জামান উজ্জ্বল (জাগো নিউজ) সভাপতি ও আব্দুল লতিফ রানাকে (সকালের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় সর্বসম্মতিক্রমে।
এছাড়া কমিটির সহ-সভাপতি হলেন-লায়ন মুহাম্মদ জাহাঙ্গীর আলম (ইউএনবি), যুগ্ম সম্পাদক আবু জাফর (জনতা), সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু (আজকালের খবর), অর্থ সম্পাদক জিলানী মিল্টন (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক রুদ্র রাসেল (ক্র্যাব নিউজবিডি), প্রশিক্ষন সম্পাদক কামাল হোসেন তালুকদার (বিডিনিউজ), কল্যাণ সম্পাদক শাহীন আলম (সংবাদ প্রতিদিন)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-শহীদুল ইসলাম (সময়ের কাগজ), হালিম মোহাম্মদ (সংবাদ সারাবেলা), জামিউল আহসান শিপু (ইত্তেফাক), শাহরিয়ার আরিফ (চ্যানেল টুয়েন্টিফোর), সাইফুল ইসলাম মন্টু (আজকালের খবর), আলী আজম (বাংলাদেশ প্রতিদিন), বকুল আহমেদ (যুগান্তর), সালাহ উদ্দিন চৌধুরী ।
উল্লেখ্য, বিভিন্ন সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ নিয়েছেন এমন সাংবাদিকদের সমন্বয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করলো। দেশের বিভিন্ন দুর্যোগের সংবাদ কাভার করতে নানা সমস্যায় পড়তে হয় সাংবাদিকদের। এক্ষেত্রে কিভাবে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করেন, কি করেন তা জানতে প্রশিক্ষণের প্রযোজন। শুধু দেশে নয় বিদেশি বিভিন্ন সংস্থা এই প্রশিক্ষণ দিয়ে থাকে। এই সংগঠনের কাজ হবে ওইসব প্রতিষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের প্রশিক্ষিত করে গড়ে তোলা। সংগঠনটি পরিচালনার জন্য ১৭ সদস্যের একটি কার্যানির্বাহী কমিটি গঠন করা হলো।